কমলগঞ্জ প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে ষষ্ঠবারের মত আওয়ামীলীগের প্রার্থী মনোনিত হয়ে এলাকায় ফিরলে বিশাল গাড়ির বহর নিয়ে সমর্থক ও নেতাকর্মীরা বরণ করে নিল উপাধ্যক্ষ ড. এম এ শহীদকে।
সোমবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা থেকে নিজ নির্বাচনী আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এর পথে রওয়ানা দেন উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। উপাধ্যক্ষ আব্দুস শহীদ এলাকায় আসছেন জেনে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মুছাই বাজার (শ্রীমঙ্গলের প্রবেশ মুখ) এলাকায় বিশাল দলীয় নেতাকর্মী ও সমর্থকরা কার, মোটরসাইকেল, মাইক্রোবাস ও ট্রাক নিয়ে অপেক্ষা করছিল তাঁর জন্য। প্রার্থী মুছাই বাজারে এসে প্রথমে পৌছলে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রায় দেড় শতাধিক গাড়ি বহর (কার, মাইক্রোবাস মোটরসাইকেল, ট্রাক) নিয়ে নিয়ে শোডাউন করে উপাধ্যক্ষ এম শহীদকে শ্রীমঙ্গল আসেন। এসময় তার গাড়ি বহরের একটি গাড়িতে নৌকা প্রতীক লাগানো ছিলো।
পরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে এসে তিনি একটি পথসভা করেন। সেখানে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন।
এসময় শ্রীমঙ্গল কলেজ সড়কের একাংশ বন্ধ থাকে। এদিকে দেড় শতাধিক গাড়ি বহর নিয়ে আসার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এলাকায় ফিরলে বিশাল গাড়ির বহর নিয়ে শো-ডাউন সম্পর্কে উপাধ্যক্ষ ড. এম এ শহীদ বলেন, এটি কোন নির্বাচনী প্রচারনা ছিল না। তিনি দলীয় মনোনয়নের পত্র গ্রহন করে নিজ এলাকায় ফিরার খবর পেয়ে তাঁর সমর্থক ও নেতাকর্মীরা আনন্দে উল্লসিত হয়ে নিজ উদ্যোগ এ শোভাযাত্রা করে তাকে গ্রহন করে নিয়ে এসেছে।
বিশাল গাড়ির বহর নিয়ে উপাধ্যক্ষ ড. এম শহীদকে বরণ
