কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন এলাকা থেকে ১শ পিছ ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ীকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ইয়াবা ব্যবসায়ী কুমড়াকাপন গ্রামের হুমায়ূন আহমদের ছেলে জুয়েল আহমদ (২৪)।
রোববার রাত ১০টায় র্যাব সদস্যরা তাকে আটক করে গতকাল সোমবার সকালে কমলগঞ্জ থানায় সোপর্দ করে। জানা যায়, গতকাল সোমবার সকালে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা উদ্ধার হওয়া ১শ পিছ ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী জুয়েল আহমদকে থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদী হয়ে মামলা হলে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ইয়াবাসহ গ্রেফতার ও মামলার সত্যতা নিশ্চিত করেন।
কমলগঞ্জ ইয়াবা ব্যবসায়ী আটক
