কমলগঞ্জ প্রতিনিধিঃ
কমলগঞ্জ-শ্রীমঙ্গল এলাকা নিয়ে গঠিত (মৌলভীবাজার-৪) আসনে এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন ৫ বারের নির্বাচিত সাংসদ ড. উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। রবিবার দুপুরে দলীয় সভাপতি শেখ হাছিনার স্বাক্ষরিত চুড়ান্ত প্রার্থী হিসাবে পত্র পেয়েছেন। তার মনোনয়ন চুড়ান্ত হওয়ায় খবর কমলগঞ্জে আব্দুস শহীদ এমপি’র অনুসারীরা আনন্দ উল্লাস প্রকাশ করতে থাকেন। কোথাও কোথাও সমর্থকরা একে অপরকে মিষ্টি মূখ করান।
এই আসন থেকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান।
Post Views:
0