কমলগঞ্জ প্রতিনিধি:
কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে ফসল রক্ষার জন্য জমিতে বৈদ্যূতিক পাতানো ফাঁদে সট লেগে ১ নারীর মূত্যু ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ভেড়াছড়া গ্রামের সুমন মিয়া তার কৃষি জমির ফসল পশু-পাখির আক্রমন থেকে রক্ষা করতে জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। শুক্রবার সন্ধ্যায় কৃষি জমির পাশ দিয়ে একই গ্রামের রমজান মিয়ার স্ত্রী রোসনা বেগম (৩৮) যাওয়ার সময় বৈদ্যুতিক পাতানো ফাঁদে সট লেগে ঘটনাস্থলেই মারা যায়। কমলগঞ্জ থানা পুলিশ ঘটনার খবর পেয়ে এসআই চম্পক দাম এর নেতৃত্বে পুলিশ রাত ৮ টায় ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রির্পোট তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে প্রেরন করেছে। ঘটনাস্থল থেকে পাতানো ফাঁদের বৈদ্যুতিক সরঞ্জাম জদ্ধ করেছে। এসআই চম্পক দাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে এখনো কেঊ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কমলগঞ্জে বৈদ্যূতিক পাতানো ফাঁদে সট লেগে ১ নারীর মৃত্যু
