কমলগঞ্জ প্রতিনিধি:
২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান কর্মসূচী (এমপিভি) সম্পর্কে ব্যাপহকারে মৌলভীবাজারের কমলগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছিল ১৩ নভেম্বর মঙ্গলবার। অবহিতকরণ সভার পর স্থানীয় জনবল নিয়োগ করে প্রশিক্ষণের পর টানা ৫ দিনে ১০টি দলে ভাগ হয়ে কমলগঞ্জ উপজেলায় ২ সহ¯্রাধিক জলাতঙ্ক রোগের টিকা প্রয়োগ করা হয়। প্রাণী সম্পদ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে গত ১৬ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কমলগঞ্জ পৌরসভাসহ ৯টি ইউনিয়নে বেওয়ারিশ ও বাসা বাড়ির কুকুরকে এ টিকা প্রয়োগ করা হয়। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা থেকে আগত প্রশিক্ষক মিল্লাতুর রহমান ২ দিন প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষিতরা ১০জন করে ১০টি দলে ভাগ হয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেন। দলের সদস্যদের কয়েকজন কুকুর দেখিয়ে দিতেন। আর বাকীরা বিশেষ পদ্ধতিতে জালের মাধ্যমে কুকুরকে আটকিয়ে রাখতেন। পরে টিকাদানকারী ব্যক্ত জালে আটকানো কুকুরকে টিকা প্রয়োগ করেন। টিকাদানের পর কুকুরটিকে রং দিয়ে চিহ্নিত করা হয়। এভাবে গত ১৬ নভেম্বর থেকে ২১ নভেম্বর ৫ দিনে কমলগঞ্জ পৌরসভাসহ বাকী ৯টি ইউনিয়নে মোট ২ হাজার ৪২৪টি কুকুরকে টিকাদান করা হয়। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্প না কর্মকর্তা ডা. মোহাম্মদ ইয়াহিয়া বলেন, আগে বিশেষ ব্যবস্থায় কুকুর নিধন করা হত। এখন কুকুর নিধন না করেই এ রোগ প্রতিরোধে বেওয়ারশি ও বাসা বাড়ির কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা দানের কর্মসূচী গ্রহন করা হয়েছে। কমলগঞ্জে সফলভাবে প্রথম পর্যায়ের টিকাদান সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করেন।
কমলগঞ্জে জলাতঙ্ক নির্মূলে ২ সহস্রাধিক কুকুরকে টিকাদান
