কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজার-০২ (কুলাউড়া) সংসদীয় আসনে রাস্তার পাশে এখনও ঝুলছে সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড। অবশ্য প্রশাসন বলছে গলির মধ্যে দৃষ্টির অগচোরে থাকতে পারে দু’একটি সেগুলো দ্রুত সরিয়ে নেয়া হবে।
কুলাউড়া সংসদীয় আসনটি দেশ জুড়ে ব্যাপক আলোচনায় রয়েছে। এখানকার হেভিওয়েট দু’প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি সুলতান মো. মনসুর আহমদ ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষে এবং চমক সৃষ্টিকারী সাবেক এমপি এমএম শাহীন যুক্তফ্রন্ট তথা বিকল্প ধারা থেকে নৌকায় নিয়ে নির্বাচন করার সম্ভবনা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। দু’জনের জন্য বিপরীতমুখি পরিবেশ নির্বাচনী লড়াই কঠিন চ্যালেঞ্জ হতে পারে বলে সাধারণ ভোটারদের অভিমত। তবে চা বাগান অধ্যূষিত এলাকায় নৌকা প্রতিক বরাবরই সুবিধাজনক অবস্থায় থাকে।
এদিকে শুধুমাত্র কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মৌলভীবাজার-০২ কুলাউড়া সংসদীয় আসনে মোট ভোটরা ২ লাখ ৪৭ হাজার ২শ। ১৫ নভেম্বর হতে ২২ নভেম্বর পর্যন্ত ৪ জন সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঐক্যফ্রন্টের কেন্দ্রিয় নেতা সুলতান মো. মনসুর আহমদ। এছাড়া কুলাউড়া নির্বাচন অফিস থেকে বাংলাদেশ আওয়ামী লীগের একেএম শফি আহমদ সলমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মতিউর রহমান এবং ইসলামী ঐক্যজোটের পক্ষে মাওলানা আছলাম হোসাইন রহমানী। কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান ইকবাল এই তথ্য নিশ্চিত করেন।
সহকারি রির্টানিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল লাইছ জানান, কুলাউড়া অনেক বড় শহর, কোন গলিতে লোক চক্ষুর অন্তরালে দু’একটি বিলবোর্ড থেকে যেতে পারে। সেগুলো দ্রুত অপসারণ করা হবে।
কুলাউড়ায় এখনও রয়েছে সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড
