স্টাফ রিপোর্টার:
“প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা প্রদ্ধতি নিশ্চিত করি, এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২নভেম্বর) দুপুরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (২৪-২৯নভেম্ভর) উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা মৌলভীবাজার সিভিল সার্জনের ইপিআই ভবনের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো.আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ২৫০শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা.পার্থ সারথী দত্ত কানুনগো, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আদিল মোত্তাকিম, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী-পরিচালক (ক্লিনিক) এম,এ মন্নান।
বক্তব্য রাখেন ডা. বিশ্বজিৎ ভৌমিক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, বকসি ইকবাল আহমদ প্রমুখ।
Post Views:
0