রাজনগর প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলা খাদ্য অফিসারের বিরুদ্ধে ভিজিডি’র চাল ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে। প্রতি বস্তায় ২/৩ কেজি চাল কম দেয়ায় উপজেলার মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ বন্ধ রেখেছেন। এনিয়ে উপজেলা জোড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
মনসুরনগর ইউনিয়ন সূত্রে জানান, বৃহস্পতিবার সকালে মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত ইউনিয়নের ১৬৪ জন সুবিধাভোগীদের মধ্যে ৩০ কেজি করে ভিজিডি’র চাল বিতরন শুরু করেন। ১০/১২টি প্যাকেট বিতরণ করার পরে উনার সন্দেহ হয় বস্তায় খাদ্য অফিস থেকে চাল কম দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি একটি বস্তা ওজন করে দেখতে পান দেড় থেকে দুই কেজি কওে চাল কম। পরে আরো কয়েকটি বস্তা ওজন করে একই অবস্থা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি চাল বিতরণ বন্ধ রেখে উপজেলা ইউএনও ফেরদৌসৗ আক্তারকে বিষয়টি মঠোফোনে অবগত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, এভাবে উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলোতেও ওজনে ভিজিডি’র চাল কম দেয়া হয়েছে।
মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত বলেন, চাল জব্দ করার পর এটি সমাধান করার জন্য খাদ্য অফিসের কর্মকর্তারা উঠে পড়ে লেগেছেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য অনুরোধ করেন।
উপজেলা খাদ্য অফিসার বিনয় কুমার দেব বলেন, এ বিষয়ে আমি অবগত নয়।
প্যাকেটে ওজনে কম দেয়ায় রাজনগরে ভিজিডি’র চাল জব্দ করে রাখলেন চেয়ারম্যান
