ষ্টাফ রিপোর্টার
দীর্ঘ ৭ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে ফের মৌলভীবাজার শহরতলীর জগন্নাথপুর উপশহর মাঠে আম বয়ানের মধ্য দিয়ে সাদপন্থিদের জেলা ইজতেমা শুরু হয়। আম বয়ান পেশ করেন মাওঃ মুফতি উসামা। ইজতেমায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাবলীগ জামায়াতের সাথী ও শুভাকাংখিরা অংশ গ্রহণ করেন।
এদিকে ওই ইজতেমা বন্ধের দাবিতে বিকালে কওমি মাদরাসা ও উলামা মাশায়েখ পরিষদের ব্যানারে পৌর শহরে বিক্ষোভ মিছিল করে টাউন ইদগাহ মাঠের পার্শ্ববর্তী শাহ মোস্তফা রোডে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এসময় তারা প্রায় ২ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন। পরে পৌর মেয়র ফজলুর রহমানের আশ্বাসে তারা রাস্তা থেকে সরে যান। রাস্তা অবরোধ ও বিক্ষোভে উপস্থিত ছিলেন মাওলানা গিয়াস উদ্দিন রায়পুরী, মুফতি সামছুদ্দোহা, মুফতি হাবিবুর রহমান, মুজাহিদ আহমদ কালাপুরী ও জামিল আহমদ আনসারী প্রমুখ।
ক্যাপশনঃ মৌলভীবাজারে সাদ পন্থিদের ইজতেমা বন্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ।
হোসাইন আহমদ, মৌলভীবাজার, ১৫ নভেম্বর ২০১৮ইং, মোবাইলঃ ০১৭৩৩৯২০৮৯২
মৌলভীবাজারে জেলা ইজতেমা বন্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ
