স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সদর উপজেলায় ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাদ্য তৈরি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, বিস্কোরক আইনের শর্ত লংঘন করে ঝঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার রাখা, বিদেশী পণ্য নিজেরা অতিরিক্ত দাম লিখে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে নিবিড় রেষ্টুরেন্টকে ১ হাজার টাকা, ক্যাফে কাকলীকে ২ হাজার টাকা, লিজা এন্টারপ্রাইজকে ৫ শত টাকা, মিঠাই বাজারকে ২ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় তার সহযোগীতায় ছিলো মৌলভীবাজার মডেল থানার পুলিশ ফোর্স।
Post Views:
0