স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৯ সালের এসএসসি’র ফরম পূরণে বাড়তি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এদিকে মন্ত্রণালয় কর্তৃক কোচিং নিষিদ্ধ থাকলেও কতিপয় শিক্ষক জেলা শিক্ষা অফিসের অনুমতি ব্যতিত কোচিং এর নামে বড় অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এনিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেক গরীব ও অসহায় অভিভাবকরা ঋণ করে ফরমের টাকা পরিশোধ করছেন।
বোর্ডে নিয়ম অনুযায়ী ফরম ফি’র সঙ্গে বকেয়া বেতন, কোচিং, মডেল টেস্টের নামে বাড়তি কোনো টাকা আদায় করা যাবে না। বকেয়া বেতন আদায় করতে হলে নির্বাচনী পরীক্ষার আগে নিতে হবে। কিন্তু এই নির্দেশনা মানছেন না মৌলভীবাজারের শিক্ষকরা।
খোঁজ নিয়ে জানা যায়, শহরতলীর কালেঙ্গ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হচ্ছে দুই হাজার ৬’শ টাকা। স্কুল কর্র্তৃপক্ষ বলছে বোর্ডের ফি বাবত দুই হাজার টাকা এবং বাকী ৬’শ টাকা কোচিং বাবত, সদর উপজেলার আব্দুল বারি উচ্চ বিদ্যালয়ে ৩ হাজার, কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজে ২ হাজার ৭’শ, আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানে ৩ হাজার ৬’শ ৬৫, মানবিকে ৩ হাজার ৫’শ ৭৫, আব্দুল বারি উচ্চ বিদ্যালয়ে ৩ হাজার ও এম ইসরাইল আলী উচ্চ বিদ্যালয়ে ৩ হাজার ৫’শ টাকা আদায় করা হচ্ছে।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম এ ওয়াদুদ বলেন, ‘বোর্ডে নির্ধারিত ফির বাইরে কোনো টাকা আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে। জেলা শিক্ষা অফিসের অনুমতি ব্যতীত কোনো স্কুলে কোচিং করা যাবে না এবং কোচিং এর টাকা নেয়াও সম্পূর্ণ অবৈধ।
Post Views:
0