স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউরা চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি চা-শ্রমিক নেতা বাবু সুগ্রীম গৌড়কে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে বাগানের চা-শ্রমিকরা মানববন্ধন, প্রতিবাদ সভা ও কর্মবিরতি পালন করেছে।
শনিবার সকালে বাগানের প্রায় তিন’শ চা-শ্রমিক ঘন্টা ব্যাপী মানববন্ধন ও কর্মবিরতি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ টিপু খান, ইউপি সদস্য বিক্রম গৌড়, বাগানের শহিদুল ইসলাম, বাবুলাল গৌড়, কালিচরন রবিদাস, গোপাল সালিয়া, আবুল কালাম আজাদ, লালন রাজভর, নমনি রাজভর, দিলিপ নাইডু প্রমূখ।
বক্তারা বলেন, রোববারের ভিতরে যদি শ্রমিক নেতা সুগ্রীম গৌড়কে কারাগার থেকে মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা সোমবার থেকে লাগাদার কর্মবিরতি পালন সহ রাজপথে আন্দোলন করবো। আমাদের সুগ্রীম গৌড় ঘরে ফিরে না আসা পযর্ন্ত আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাবো। প্রয়োজনে এমপি সায়রা মহসিনের বাড়িতে ও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করবো। তারা আরো বলেন, যে বিজয় গৌড় মিথ্যা মামলা করে আমাদের বাগান পঞ্চায়েত সভাপতিকে কারাগারে বন্ধি করেছে আমরা তার বিচার চাই।