স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজর শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন চৌধুরী মোরশেদ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের বড়হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোরশেদ মৌলভীবাজার শহরের দ্বারক এলাকার আলতাব হোসেন চৌধুরীর ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহাম্মদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা রয়েছে।
এদিকে রাজনগর উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমানকে শনিবার ভোর রাতে গ্রেফতার করেছে পুলিশ। আজিজুর রহমান রাজনগর সদর ইউনিয়নের দত্ত গ্রামের ফরহাদ মিয়ার ছেলে।
জামায়াতের একাধিক নেতা দাবি করছেন, নির্বাচনের তফশীল ঘোষণার পরপরই বেপরোয়া হয়ে উঠেছে পুলিশ। প্রতিদিন রাতে নেতাকর্মীদের বাড়িতে অভিযান পরিচালনা করছে পুলিশ। জামায়াত নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয়ার অভিযোগ করছেন তারা।
মৌলভীবাজারে ছাত্রশিবিরের সাবেক সভাপতি সহ গ্রেফতার-২
