শেরপুর প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের ব্রাক্ষনগ্রাম অক্সি সড়ক সংলগ্ন এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ও পতিতা ব্যবসায়ী লোকমান মিয়া (৩০) কে শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে শেরপুর ফাড়িঁ পুলিশ। সে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের মৃত আনু মিয়ার ছেলে।
জানা যায়, লোকমান দীর্ঘদিন যাবৎ নিজ বাড়ী ছেড়ে সদর থানার ব্রাক্ষনগ্রাম নামক এলাকায় মদ, গাজা, হিরোইন, ইয়াবা ও পতিতাবৃত্তি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের আস্তানা গড়ে তোলে। তাকে কেউ বাধা দিলে মামলা ও হামলার শিকার হন। ফলে তার ভয়ে এলাকার কেউ মুখ খুলে না। তাই নির্বিগ্নে তার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়া একাধিক বার পুলিশের হাতে গ্রেপ্তার হলেও আইনের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে এসে তার অপকর্ম চালায়।
এ ব্যাপারে শেরপুর পুলিশ ফাঁড়ির সহকারি ইনচার্জ শরিফ মিয়া গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকেলে তাকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।