শেরপুর প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমূখ ইউনিয়ন থেকে বিএনপি-জামায়াতের ৫ নেতাকে শুক্রবার ভোর রাতে আটক করেছে মৌলভীবাজার মডেল থানাধীন শেরপুর ফাঁড়ির এক দল পুলিশ।
আটককৃতরা হলেন- মনুমূখ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল করিম বক্স (৬০), বিএনপি নেতা রাশিদ আলী (৫০), নজরুল ইসলাম শিপার (৪৫), কবির আহমদ (৫০) ও শহিদ মিয়া (৪০)।
বিএনপি ও জামায়াত নেতাদের দাবী নির্বাচন কে সামনে রেখে তাদের হয়রানিমূলক ভাবে গায়েবী মামলায় আটক করা হয়েছে। তারা বলেন, এমনকি নেতাকর্মীদের বাসা বাড়ীতে গিয়ে পুলিশ তল্লাশি করছে। নেতৃবৃন্দ আটককৃতদের মুক্তির দাবি জানান।
এ ব্যাপারে শেরপুর পুলিশ ফাঁড়ির সহকারি ইনচার্জ এ এস আই শরিফ মিয়া মুঠোফুনে আটকের সত্যতা স্বীকার করে বলেন, তাদের পুরাতন একটি মামলায় আটক করা হয়েছে।
মনুমূখ ইউনিয়নে বিএনপি-জামায়াতের ৫ নেতা আটক
