ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলা ইজতেমার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সাদপন্থী আলেমরা। এসময় জেলা তাবলীগের কয়েকজন শুরা সদস্য জেলা প্রশাসকের সাথে দেখা করে আগামী ১৫-১৭ নভেম্বর থেকে পূনরায় ইজতেমা পালনের অনুমতি চান।
জানা যায়, তাবলীগ জামাতের সাদপন্থি আলেমরা গত ৮ নভেম্বর শহরতলীর জগন্নাথপুর সিএনজি পাম্পের সামনে গণপূর্ত বিভাগের উপশহর এলাকায় তিন দিন ব্যাপি জেলা ইজতেমার উদ্যোগ নেন। পরবর্তীতে তাবলীগ জামায়াতের অপর অংশ জেলা উলামা পরিষদের নেতৃবৃন্দ ওই ইজতেমা বন্ধের দাবি জানান। উলামা পরিষদের আন্দোলনের এক পর্যায়ে প্রশাসন সাদপন্থি আলেমদের ইজতেমা স্থগিত করে। যার প্রেক্ষিতে সাদপন্থি আলেমরা আন্দোলনে নেমেছেন। আন্দোলনকারী আলেমরা এ বিষয় নিয়ে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সাথেও দেখা করেন।
ইজতেমার স্থগিতাদেশ প্রত্যারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান
