বড়লেখা প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ, ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বাদ মাগরিব স্থানীয় সুরমা কমিউনিটি সেন্টারে এ সভা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল গনি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক ফরহাদ আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক বাবু কালাচাঁদ চন্দ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আকতার হোসেন রহিম, ইউনিয়ন যুবলীগের সাধারণ স¤পাদক কামাল হোসেন, মহিলা ইউপি সদস্য নাছিমা বেগম, সেচ্চাসেবক লীগের সভাপতি আবির আহমদ, কৃষক লীগের কৃষি ও সমবায় বিষয়ক স¤পাদক আক্তার হোসেন, ছাত্রলীগের আহবায়ক জাকের আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক ও পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাজমুল আবেদীন, পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপন, যুবলীগ নেতা এম. জুবের আহমদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের দপ্তর স¤পাদক গৌছ উদ্দিন, বড়লেখা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ প্রমুখ।
বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত কর্মীসভা
