বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা ব্যবসায়ী নাজমুল হোসেন ফাহিমকে (২২) আটক করেছে পুলিশ। রোববার মধ্যরাতে উপজেলার চান্দগ্রাম বাজারের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় অপর ইয়াবা ব্যবসায়ী হোসেন মিয়া পালিয়ে যায়। আটককৃত ফাহিম চান্দগ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে ইয়াবা ব্যবসায়ী নাজমুলকে কারাগারে পাঠানো হয়েছে।