কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের অন্তর্ভূক্ত বিভিন্ন এলাকায় দূর্যোগ ব্যবস্থাপনা ত্রান মন্ত্রণালয় ও শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর এ দুটি মন্ত্রণালয়ের প্রায় ৭ কোটি ৩৮ লক্ষ ৭৭হাজার টাকার বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর অনুষ্টিত হয়েছে।
৬ কোটি ব্যয়ে বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকার বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় পতনউষার উচ্চ বিদ্যালয় ও বন্যা আশ্রয় কেন্দ্র প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন ও পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজ একাডেমি ভবনের কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ। এছাড়াও ৩৫ লক্ষ টাকা ব্যয় গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করনীয়ের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের শুভ উদ্বোধন সহ ৬৫ লক্ষ ৭৭ হাজার টাকা ব্যয় চাহিদা ভিত্তিক সরকারী প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন (১ম পর্যায়) ও ধূপাটিলা ও গুঞ্জরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মাণ স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০৩ নভেম্বর) সকাল থেকেই এসকল উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন ড. মো: আব্দুস শহীদ। এসময় উপস্থতি ছিলেন মোসাদ্দেক আহমেদ মানিক, মো. আরিফুল ইসলাম, মো.আছাদুজ্জামান, মো. জাহিদুল ইসলাম, আরিফুল ইসলাম খান, আহমেদ বদরুল, মতলিব আব্দুল ,তওফিক আহমেদ বাবু, ইমতিয়াজ আহমেদ বুলবুল, অরুপ কুমার দেব, আব্দুল মালেক বাবুল প্রমুখ।