স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রেলওয়ে কলোনী রোড দক্ষিণ বাজার মিলন স্টোর এন্ড কনফেকশনারী এর সামন থেকে ইয়াবাসহ এক শনিবার ভোর রাতে মোঃ জমির আলী (২২) নামে মাদক এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (শ্রীমঙ্গল)। সে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামের মোঃ সিরাজ আলীর ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ ১২৫০/= টাকা, ০৩টি মোবাইল ফোন ও ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়। সে এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।