স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলা পর্যায়ে শুক্রবার বিকালে এম,সাইফুর রহমান অডিটরিয়ামে জেলা প্রশানের আয়োজনে দিনব্যাপি বিজয় ফুল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন সম্পন্ন হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে পুরস্কার ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.রুকন উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজিদ খান, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান।
বিজয়ফুল তৈরী, গল্প, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয়, চলচিত্র প্রদর্শন, দলগত দেশাত্ববোধক ও জাতীয় সংঙ্গিত প্রতিযোগিতায় জেলার ৭টি উপজেলার ৫শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।