শেরপুর প্রতিনিধি:
একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলা কাজিরবাজার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শুক্রবার অনুষ্টিত হয়ে গেল ২১তম একতা মেধা অন্বেষণ পরীক্ষা “ওয়াহেদ আজিজ বৃত্তি” পরীক্ষা।
সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৭৫০ জন পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করে। সকাল ১০.৩০মি থেকে দুপুর ১.০০টা পর্যন্ত চলে পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, দাতা প্রতিনিধি খয়রুল হক চেšধুরী আতা, বিএনপি নেতা মুহিতুর রহমান হেলাল, সৈয়দা সাবরিনা শারমিন, আখাইলকুড়া ইউপি আওয়ামীলীগের সম্পাদক নুরুল হক, প্রধান শিক্ষক প্রতিভা চক্রবর্তী, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সদস্য আমিরুল ইসলাম সাহেদ, সংগঠনের সভাপতি এবাদুল হক দুলু, সম্পাদক গাজী আবেদ, পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমদ, যুগ্ম সম্পাদক মিজানুল হক পান্না, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি তানভীর শিপু সুমন, মুহিবুর রহমান দিপলু, রুবেল, ইলিয়াস কবির শাহিন, হাবিব, জাকারিয়া, কামরুল, হায়দর ও সুহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন রুমেল, ওয়াশিম, রুবেল বেগ, সিবলু, রাহি, সুমিত, মহসিন, রিপন, শহিদ, হেলাল, সোহান, সজিব, জাহেদ, রাজা, মিলাদ, জুনেদ, ইমরান বেগ সহ ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।