কমলগঞ্জ প্রতিনিধি:
“জেগেছে যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রসাশন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আনন্দ র্যালী, আলোচনা সভা পরবর্তী সনদ বিতরন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে এক আনন্দ র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মো. আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ এর সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন। মোশাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, আব্দুল হান্নান চিনু প্রমূখ।
এসময় আলোচনা সভায় অংশ নেন যুব সমিতির তাসফিয়া খানম তিসা সহ বিভিন্ন ইউনিয়নের যুব সমিতির শত শত সদস্যগণ। অনুষ্ঠান শেষে পারিবারিক হাঁস-মুরগী পালন বিষয়ে প্রশিক্ষিত ১২০ জন বেকার যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।