কমলগঞ্জ প্রতিনিধি:
কমলগঞ্জের কালাছড়া, জসমতপুর, দক্ষিন ধর্মপুর, পশ্চিম সিদ্ধেশ্বরপুর ও রামচন্দ্র ৫টি গ্রামে ৮৬১ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার রাতে ৪ কোটি ১৮ লক্ষ ৬ হাজার টাকা ব্যয়ে ৮৬১ পরিবারের মধ্যে বিদ্যুতায়নের উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপত্বি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ জাহিদুর ইসলাম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোবারক হোসেন সরকার, বিআরডিবি’র চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
এছাড়াও সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।