কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে সাহিত্যরতœ, কাব্যবিনোদ, পুরাতত্ত্ববিদ ও লোকসাহিত্য গবেষক মুন্সী আশরাফ হোসেন এর ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গত রোববার রাতে মুন্সীবাজার লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এর আয়োজনে স্থানীয় আলতাফ কম্পিউটার্স সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিখিল কান্তি গোস্বামীর সভাপতিত্বে ও হোসেন জুবায়ের এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কবি শহীদ সাগ্নিক। আলোচনায় অংশ নেন নুরুল মোহাইমীন মিল্টন, পিন্টু দেবনাথ, অবনী শর্ম্মা, শহীদুর রহমান সায়েদ, অমলেশ শর্ম্মা, আব্দুল হাই ইদ্রিছী, হিফজুর রহমান তুহিন, শমশের আলী, হোসেন সাইদুল, আনোয়ার হোসেন প্রমুখ।
Post Views:
0