স্টাফ রিপোর্টার:
মেডিকেল কলেজের দাবিতে দুই মাস ব্যাপি পুরো জেলায় গণস্বাক্ষর শেষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জেলায় কর্মরত সাংবাদিকদের অবগত করেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের নেতাকর্মীর। সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বলেন, জেলার বিভিন্ন পেশার ১ লক্ষ মানুষের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছেন পাঠানো হয়েছে। রোববার বিকেলে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে এ স্মারকলিপি প্রদান করেন। তারা আরো বলেন, ইতি মধ্যে মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে গত বছরের ৫ আগস্ট ৭১টি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহরে বিশাল মানববন্ধন এবং চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ ও মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড হোয়াটসআপ ক্যাম্পেইন গ্রুপের যৌথ উদ্যোগে জেলা ব্যাপি গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। গণস্বাক্ষরে জনপ্রতিনিধি, শিক্ষার্থী, পেশাজীবী ও সাংবাদিক সহ সর্বস্থরের লক্ষাধিক মানুষ অংশ গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি খালেদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বকসি ইকবাল আহমদ, সহ-সভাপতি রুহেল আহমদ চৌধুরী, এম মুহিবুর রহমান মুহিব, এ কে এম আকলু, নিখিল তালুকদার ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম, যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ শাহেদ আলী, শামিম আহমদ, ইহাম মোজাহিদ ও শোয়েব আহমদ প্রমুখ।
Post Views:
0