কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও ব্যক্তিগত উদ্যোগে খেলাধূলার সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার(২৮ অক্টোবর) সকাল ১১টায় মো. শাহরিয়ার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, আব্দুল মালিক (বাবুল), আব্দুল আজিজ, আজিজুর রহমান চৌধুরী, আবেদ আহমেদ প্রমুখ।
কমলগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে ৩য় ও ৪র্থ শ্রেণির ৯০ জন শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়। এবং আজিজুর রহমান চৌধুরীর উদ্যোগে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য খেলাধূলার সামগ্রী বিতরণ করা হয়।
কমলগঞ্জ টিফিন বক্স ও খেলার সামগ্রী বিতরণ
