কমলগঞ্জ প্রতিনিধি:
পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার কর্মবিরতিতে মৌলভীবাজারের কমলগঞ্জের হাটবাজার সমুহে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও সকল প্রকার যানবাহন শুন্য, রাস্তাঘাট ও হাটবাজার ফাঁকা হয়ে পড়েছে। ফলে চরম জনদুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। দেখা যায়, রবিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার পাশে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা যানবাহনের জন্য অপেক্ষারত। তবে রাস্তায় রিক্সা ও মোটরসাইকেল ব্যতীত কোন ধরণের যানবাহন চোখে পড়েনি। ফাঁকা রাস্তায়ও শমশেরনগর বাজারের ভানুগাছ রোডে যানবাহন চালকরা রাস্তার মাঝে সিএনজি-অটোরিক্সা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। ঔষধ বহনকারী কোম্পানীর যানবাহন সমুহও সেখানে আটকা পড়ছে। এছাড়াও জেলা সদর ও শ্রীমঙ্গল-কুলাউড়া ও রাজনগর উপজেলা সদরের সাথে যোগাযোগ সড়কসহ ছোট ছোট হাটবাজার সমুহে যাতায়াতকারী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান সমুহে নগন্য শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে। হাটবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান সমুহ ফাঁকা রয়েছে।