স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার জেলা ইজতেমা বন্ধের দাবিতে কওমি মাদরাসা ও ওলামা মাশায়েখদের পক্ষ থেকে রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন বলেন, কতিপয় আলিম মাওলানা সাদ সাহেবের ভ্রান্ত মতবাদ প্রচার করার জন্য তথাকথিত এই জেলা ইজতেমার আয়োজন করা হয়েছে। এটা বন্ধের জন্য তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে। অন্যতায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ওলামা পরিষদের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা সামছুদ্দোহা, সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, মাওঃ জামিল আহমদ, মুজাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, মাওঃ রশিদ আহমদ, ফারুক আহমদ ও হাফেজ সুলাইমান আহমদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ও আলেমরা উপস্থিত ছিলেন।