স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে নৌকার কান্ডারি হতে চান মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবীদ ও সমাজ সেবক নেছার আহমদ। নির্বাচনকে সামনে রেখে দলের মনোনয়ন পেতে ইতি মধ্যে তিনি নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ শুরু করেছে। পাশাপাশি তার সমর্থকরাও শহরের বিভিন্ন পয়েন্টে ব্যানার, পেষ্টুন, বিল বোর্ড, তোরণ ও পোষ্টার লাগাতে দেখা যাচ্ছে। দিন গড়ানোর সাথে সাথে প্রচারণার মাত্রাও বাড়ছে।
ক্লিন ইমেজের এ নেতাকে মৌলভীবাজারে নৌকার কান্ডারি হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা। এ লক্ষ্যকে সামনে রেখে মাঠে কাজও করছেন তারা।
ইতিমধ্যে নেছার আহমদ দলীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও মতবিনিময় করছেন। মানুষের সুখে দুঃখে প্রতিনিয়ত অংশ গ্রহণ করছেন।
এ বিষয়ে নেছার আহমদ এর সাথে একান্ত আলাপকালে তিনি জানান, মুজিবীয় আদর্শকে লালন করে ১৯৭৭ সালের শেষের দিকে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৮৪ সালে জেলা যুবলীগের আহবায়ক, ১৯৮৯ সালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ১৯৯২ সালে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ২০০৬ সালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ ২০১৭ সালের ২৮ অক্টোবর সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হই।
এছাড়াও তিনি ১৯৮৬ সাল জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক, ১৯৯৮ সালে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও টাউন দেওয়ানী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মৌলভীবাজার ওয়ানডার্স ক্লাসের সাধারণ সম্পাদক ও কেজি ফ্লাওয়ার্সের বিদ্যোৎসাহি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্ণাঢ্য রাজনীতিক জীবনে এলাকার মানুষের উন্নয়নে দীর্ঘ দিন ধরে কাজ করছেন এনেতা। তবে এ পর্যন্ত কোনো নির্বাচনে অংশ গ্রহণ করেননি তিনি। জীবনের শেষ দিকে এসে মানুষের কল্যাণে জীবনের বাকী সময়টুকু কাটাতে চান নেছার। তিনি আরোও বলেন, নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর মিশন ও ভিশন বাস্তবায়ন করতে আমার আপ্রাণ চেষ্টা অব্যাহত থাকবে। এদিকে নেছার আহমদকে দলীয় মনোনয়ন দেয়ার দাবীতে গনজমায়েত করেছেন রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। পরিশ্রমি সৎ ও পরিচ্ছন্ন জননেতা নেছার আহমদকে মৌলভীবাজার-৩ আসনে দলীয় মনোনয়ন দিলে নৌকার বিজয় নিশ্চিত হবে বলে মনে করছেন ভোটাররা।
অতীতের মত আগামীতেও সর্বস্তরের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ। তিনি আরোও বলেন, সততা ও নিষ্টাকে সামনে রেখে এলাকার উন্নয়নের জন্য কাজ করব। বিগত সময়ে মৌলভীবাজার জেলা নেতৃত্বহীন থাকায় অন্যান্য জেলার মতো এখানে তেমনটা উন্নয়ন হয়নি। যার কারণে মৌলভীবাজার অনেক পিছিয়ে। এক্ষেত্রে জেলার উন্নয়নের জন্য অধিক বরাদ্দ আনতে সংশ্লিষ্ট সকল দপ্তরে একাধিকবার যোগযোগ করব। ঢাকায় আমার রাজনীতিক সহপাঠি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তাদের সাথে যোগাযোগ রাখলে আশা করি বড় ধরনের একটা সহযোগীতা পাব।
মৌলভীবাজার-৩ নৌকার কান্ডারি হতে চান নেছার
![মৌলভীবাজার-৩ নৌকার কান্ডারি হতে চান নেছার](https://mbpratidin.com/wp-content/uploads/2018/10/moulvibazar-3.jpg)