কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবীতে ‘মৌলভীবাজারে মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড-ওয়াইড ওয়াটসআপ গ্রুপ ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এবং শেখ বোরহান উদ্দিন (রঃ) ইসলামী সোসাইটি মৌলভীবাজারের আয়োজনে কুলাউড়া সরকারি কলেজ ও লংলা আধুনিক ডিগ্রি কলেজে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর বৃহস্পতিবার শেখ বোরহান উদ্দিন (রঃ) ইসলামী সোসাইটি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সাংবাদিক মাহফুজুর রহমানের সঞ্চালনায় কুলাউড়া সরকারি কলেজে গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল। এসময় বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামসহ কলেজের শিক্ষক ও সংগঠনের নেতারা। এর আগে সকালে লংলা আধুনিক ডিগ্রি কলেজে গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান। এসময় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক নজমুল হোসেন, মাজহারুল ইসলাম, প্রভাষক গোলাপ মিয়া, আবু হানিফ, আক্তার হোসেন, খালেদ আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মাহমুদুর রহমান, রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার সিটির চার্টার প্রেসিডেন্ট সোয়েব আহমদ, পাস্ট প্রেসিডেন্ট আতাউর রহমান, ইয়ুথ স্যোসাল অরগানাইজেশনের সভাপতি ওয়াসিম আহমদ নিশান, গণস্বাক্ষর কর্মসূচীর প্রোগ্রাম চেয়ারম্যান মিজানুর রহমান, কো-চেয়ারম্যান জুনেদ আহমদ, শাহ মোস্তফা রক্তসেবা ফাউন্ডেশনের সভাপতি সাইদুর রহমান, জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষার নির্বাহী পরিচালক এস এম বশির আহমদ প্রমুখ।
Post Views:
0