কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ৫দিনব্যাপী ফটোগ্রাফিক ট্যুরিস্ট গাইড প্রশিক্ষণ শুরু হয়েছে। কমলগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে বুধবার(২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারনেশন্যাল কো-অপারেশন এজেন্সী(জাইকা)-র সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন মো. বাদশাহ ফয়সাল, লেখক ও গবেষক আহমদ সিরাজ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রশিক্ষণের মূল উদ্যোক্তা উপজেলা নির্বাহী মোহাম্মদ মাহমুদুল হক বলেন, কমলগঞ্জ উপজেলা একটি পর্যটন এলাকা। দেশ বিদেশের বহু পর্যটক কমলগঞ্জের লাউয়াছড়া, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, আদমপুরের ভানুবিল মাঝেরগাঁও কমউিনিটি বেইজড ট্যুরিজম এলাকা ঘুরতে আসেন। এসময় স্থানীয় সৌখিক অনেক ফটোগ্রার পর্যটকদের ছবি তুলে দেন। তবে তাদের নেই কোন ফটোগ্রাফিক প্রশিক্ষণ। প্রশিক্ষণ নিয়ে স্থাণীয় ফটোগ্রাফাররা সহজেই একটি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এ লক্ষ্যেই উপজেলা পরিষদের আয়োজনে ২৪ অক্টোবর থেকে ৫দিনব্যাপী এ ফটোগ্রাফিক ট্যুরিস্ট গাইড প্রশিক্ষণের শুরু করা হয়। উপজেলার কয়েকটি এলাকার মোট ২৫ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়। আগামী ২৯ অক্টোবর এ প্রশিক্ষণ শেষ হবে।
Post Views:
0