স্টাফ রিপোর্টার:
‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) সকালে র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, বিআরটিএ এর সহকারি পরিচালক হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আহমদ, সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, জেলা ফুটবল এসেসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান, নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজারের সভাপতি খিজির মোহাম্মদ জুলফিকার ও সাধরাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।
মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
