স্টাফ রিপোর্টার:
“স্বনির্ভর চলায় সাদাছড়ি নিরাপত্তার প্রতীক” এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্য্যালয়ের যৌথ উদ্যোগে সোমবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গনে বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্য্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়।
সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আদিল মোত্তাকিম এর সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সমাজসেবা অফিসের রেজিষ্টেশন কর্মকর্তা স্বপন কুমার চন্দ, এমডি শাহীন মিয়া, বিএনএসবি হাসপাতালে রুহুল আমীন ও প্রতিবন্ধি ফাউন্ডেশন কর্মকর্তা চন্দন কুমার পাল প্রমুখ।
Post Views:
0