শেরপুর প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলা গোরারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিয়ে বিজয় ফুল তৈরি, গল্প, কবিতা, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক ও দলগত অভিনয়, দেশাত্ববোধক গান, জাতীয় সংগীত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর সোমবার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ খালিছুর রহমান, সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, প্রধান শিক্ষক মোছাঃ রেহানা বেগম, শিক্ষানুরাগী সদস্য নজমূল হক চৌধুরী (আবিদ), আব্দুল হাদী চৌধুরী, হাজী জসিম উদ্দিন, শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষক আব্দুল হামিদ চৌধরী, পলাশ সরকার প্রমূখ।
গোরারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী
