বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার ১৩৬টি সার্বজনীন পূজাম-পে ৫০০ কেজি করে জিআর চালের ছাড়পত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত এ চালগুলো উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার পূজাম-পে বিতরণ করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বিধান চন্দ্র দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহ সভাপতি ডা. প্রণয় কুমার দে। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল লতিফ, পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সাধারণ স¤পাদক রঞ্জিত পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এবার বড়লেখা উপজেলার ১৫২টি ম-পে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এরমধ্যে ১৩৬টি সার্বজনীন ও ১৯টি ব্যক্তিগত পূজাম-প রয়েছে।
Post Views:
0