স্টাফ রিপোর্টার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন থেকে ২০ দলীয় জোটের মনোনয়ন চান রাজনগর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ও খেলাফত মজলিশের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ বিলাল। ইতি মধ্যে তিনি নির্বাচনী এলাকায় গনসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। এদিকে ভোটারদের দোয়া চেয়ে মৌলভীবাজার ও রাজনগর উপজেলার বিভিন্ন পয়েন্ট, বাজার ও এলাকায় নিজের ছবি সংবলিত পোষ্টার লাগিয়েছেন।
জেলা খেলাফত মজলিশের সভাপতি অধ্যাপক আব্দুস সবুর বলেন, দলীয় ফোরাম থেকে আহমদ বিলালকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এটি নিশ্চিত করতে জোটের সাথেও লবিং চলছে। এদিকে গত ২২ মার্চ মৌলভীবাজার পৌর শহরের বেরিরপার বাসস্ট্যান্ড এলাকায় জনসমাবেশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ ইসহাক আহমদ বিলালকে প্রার্থী ঘোষণা করেন এবং নেতাকর্মীদের মাঠে তার পক্ষে কাজ করার নির্দেশ দেন।
একটি বিশ্বস্থ সূত্র বলছে, এই আসনে ২০ দলীয় জোটে কোনো হেভিওয়েট প্রার্থী নেই। এদিকে ২০ দলীয় জোটের প্রধান বিএনপিতে দলীয় গ্রুপিং থাকায় ধানের শীষ দিয়ে আওয়ামীলীগের ঘাটি মৌলভীবাজার-৩ আসনটি উদ্ধার করা সম্ভব নয়। ২০ দলীয় জোটের মনোনয়ন পেলে আলেম উলামা, ধর্মপ্রাণ মুসলমান ও জোটের ভোট ব্যাংককে কাজে লাগিয়ে চমক দেখাতে পারেন আহমদ বিলাল। এমনটি দাবি করছেন খেলাফত মজলিশের একাধিক সিনিয়র নেতা।
এবিষয়ে ২০ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশি মাওলানা আহমদ বিলাল বলেন, রাজনগর উপজেলা থেকে বিগত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় আমাদের বিশাল একটি ভোট ব্যাংক রয়েছে এবং এই আসনের আলেম উলামা ও ধর্মপ্রাণ ভোটাররাও একজন ভালো মানুষকে জাতীয় সংসদে দেখতে চান। দ্বীনের একজন খাদেম হিসেবে ভোটারদের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই।
মৌলভীবাজার-৩ আসনে ২০ দলীয় জোটের মনোনয়ন চান খেলাফত মজলিশের আহমদ বিলাল
