বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও সদস্য সচিব শুভাশিষ দে শুভ্রের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, আব্দুল খালিক, আব্দুল হান্নান, তছন আলী ও ফনি চন্দ্র শীল, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুস শুকুর, আলতাফ হোসেন মাসুম, রসিম উদ্দিন, সুফিয়ান আহমদ, সুনাম উদ্দিন, এবাদুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা রয়েছে। যা বাতিল করার জন্য একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করছে। এই চক্রকে প্রতিহত করতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
Post Views:
0