জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিভিন্ন ব্র্যান্ডের ১৩১ বোতল ভারতীয় অবৈধ মদ ও প্রাইভেট কারসহ ৫ ব্যক্তিকে আটক করেছে বিজিব। আটককৃতরা হচ্ছেনÑ শ্রীমঙ্গলের শরণ রবি দাস, অজয় রবি দাস, ইসমাইল হোসেন, জুড়ীর নেপল রবি দাস ও চম্পা রাণী দাস। বিজিবি শিলুয়া ক্যাম্পের হাবিলদার মহসিন হাওলাদার এব্যাপারে চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় মামলা করেছেন। শনিবার দুপুরে পুলিশ আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি ৫২ ব্যাটালিয়নের আওতাধীন বিজিবি শিলুয়া বিওপি’র টহল দল শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে সীমান্তের ১২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে শিলুয়া গ্রামের বটতলা পাকা রাস্তার মোড়ে দ্রুতগামী একটি প্রাইভেট কারের পিছু ধাওয়া করে। আটকের পরে তল্লাশী চালিয়ে প্রাইভেট কারের ভেতর থেকে বিভিন্ন ব্যান্ডের অবৈধ ১৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং এক নারীসহ ৫ ব্যক্তিকে আটক করে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল ঘটনার সত্যতা স্বীকার করে শনিবার জানান, প্রাইভেট কার ও অবৈধ মাদকসহ আটককৃতদের জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
জুড়ী থানার ওসি জাহাঙ্গির আলম সরদার শনিবার জানান, শিলুয়া বিজিবির হাবিলদার মহসিন হাওলাদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন। এ মামলায় শনিবার দুপুরে নারীসহ আটক ৫ ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।