নিজস্ব প্রতিনিধি:
মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের দাবিতে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ ও মৌলভীবাজারে মেডিকেল কলেজ চাই ওয়াল্ড ওয়াইড হোয়ার্টসঅ্যাপ ক্যাম্পেইন গ্রুপ এর যৌথ উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে গণ স্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার (১৩ অক্টোবর) গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন ২৫০ শয্যা বিশিষ্ট তত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কাননগো। সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম এর পরিচালনায় গণ স্বাক্ষর কর্মসূচীতে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলাশ রায়, সাংবাদিক বকসি ইকবাল আহমদ, মোঃ শাহজাহান, জুবায়ের আলী আহমদ, নাসিং সুপার ভাইজার জয়ন্তী রানী, রেবেকা সুলতানা, মোঃ ফয়েজ আলী সুমন, মোঃ মোশারফ হোসেন।
Post Views:
0