শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২অক্টোবর) রাতে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খাঁন। এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, ট্যুরিষ্ট পুলিশ শ্রীমঙ্গল সাব-জোনের ওসি মোঃ মইনউদ্দিন, পর্যটন সেবা সংস্থা শ্রীমঙ্গল উপজেলার আহ্বায়ক আবু সিদ্দিক মুসা, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল ট্যুর গাইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস দাশ প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা শ্রীমঙ্গলের পর্যটন শিল্প বিকাশে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহায়তা কামনা করেন।
Post Views:
0