কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগান নাচ মন্দিরে সামাজিক সংগঠন মানব কল্যাণ সংঘের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় রাখাল গোয়ালার সভাপতিত্বে ও নাজমুল হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-ধলই ভ্যালির(অঞ্চলের) সভাপতি ধনা বাউরী। প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক আহমেদ সিরাজ। বিশেষ অতিথি ছিলেন শ্যামা কান্ত সিংহ, অনুপম কুমার সিংহ, সাব্বির এলাহী, রাম প্রবেশ গৌড়, মনু দ্বীপ নারায়ণ গোয়ালা।
Post Views:
0