শহর প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের কাজিরবাজার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে একতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ২য় বারের মতো একতা জুনিয়র (৮ম শ্রেণী) মেধা অন্বেষণ ‘মরহুম সৈয়দ তরশেদ হোসেন বৃত্তি’ পরীক্ষা ২০১৮ অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১২ অক্টোবর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২.৩০ মিনিটে শেষ হয়। পরীক্ষায় মৌলভীবাজার সদর উপজেলার ২৮ টি স্কুল ও মাদ্রাসার মোট ২৬১ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতীভা রাণী চক্রবর্তী, বৃত্তি পরীক্ষার দাতা সৈয়দ ইফতেখার হোসেন বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি এবাদুল হক দুলু, সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান, সহ-সভাপতি আব্দুল হালিম লিটন, সাধারণ সম্পাদক গাজী আবেদ, যুগ্ম সম্পাদক মিজানুল হক পান্না, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, কোষাধ্যক্ষ শাহ ইমরান সাজু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস কবীর শাহীন, ক্রীড়া সম্পাদক এমজাদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক লিটন খাঁন, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম টিপু, শফিকুল আলম জগলু, তপু তরফদার, রুমেল আহমদ, মামুনুর রশিদ ও জাকির হোসেন শাফিন।
Post Views:
0