ষ্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে আইডিয়া’র “এডভান্সিং ওইমেন’স রাইট অব এক্সেস টু ইনফরমেশন প্রজেক্ট” এর অবহিতকরণ সভা বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রকল্পের দাতা সংস্থা ইউএসআইডি, কারিগরি সহায়ক প্রতিষ্ঠান দ্যা কার্টার সেন্টার এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আইডিয়া। প্রকল্পটি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর, গিয়াসনগর, শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট, কালাপুর, কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়ন ও আলীনগর ইউনিয়নে প্রাথমিকভাবে কাজ করবে। মূলত প্রান্তিক নারী, ইয়ুথদের তথ্য অধিকার প্রাপ্তিতে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে। বিভিন্ন সরকারী সেবা সমূহ সম্পর্কে জানতে ও তা প্রয়োজন অনুযায়ী গ্রহণ করতে তথ্য অধিকার আইন ২০০৯ ব্যবহার করে উপকার ভোগ করতে সহায়তা করবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন সম্পর্কে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে ধারণা দিবে এবং কীভাবে তথ্য অধিকার আইন ব্যবহার করে এই পরিবর্তন মোকাবিলা করবে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, প্রতিনিধি দ্যা কার্টার সেন্টার (এমইএএল) পরিচালক আব্দুল জব্বার জাফরী, আইডিয়া সহকারী পরিচালক সামী হক উপস্থিত ছিলেন। প্রকল্প
উপস্থাপনা করেন আইডিয়া’র মোহাম্মদ মনিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন আমিনুর রহমান। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পর্যায়ের দাপ্তরিক প্রধানগণ, ইউনিয়ন সচিব, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, উঠান বৈঠকের সদস্য, ইয়ুথ, তথ্য বন্ধু ও এই প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে তথ্য অধিকার আইন নিয়ে অবহিত করণ সভা
