ষ্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা বাজারের পাশে বিএনপি’র নেতাকর্মীরা সাধারণ মানুষের গাড়ি আটকিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার এসআই সুজন হাওলাদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। ঘটনাস্থল থেকে বিএনপি নেতা ছালামত খাঁন, সুলতান আহমদ ও রাব্বি মিয়া’কে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় মৌলভীবাজার মডেল থানার এসআই সুজন হাওলাদার বাদী হয়ে ৩ এপ্রিল সন্ধ্যায় মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং ২১)।
মামলার এজহার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সদর উপজেলার একাটুনা-মৌলভীবাজারগামী সড়কে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অবস্থান নেন। এসময় বিএনপি’র নেতাকর্মীরা গাড়ির টায়ারে আগুন লাগিয়ে রাস্তা ক্ষতিগ্রস্থ করে যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিভিন্ন স্লোগান দেন। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ খবর পেয়ে এসআই সুজন হাওলাদার এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় পুলিশ ঘটনাস্থল হতে বিএনপির নেতাদের ব্যবহৃত ইট, গাছের টুকরা ও পোড়া টায়ার উদ্ধার করে।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো: হারুন উর রশিদ চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে ৩ জন বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না।
গ্রেফতারকৃত ৩জন সহ মামলার অন্যান্য আসামীরা হলেন, রায়হান মাহমুদ, আফজাল হোসেন, খসরু মিয়া, কামরুল মিয়া, টুটুল দাস, জসিম উদ্দিন, সৈয়দ তানজির আলী, জুনেল মিয়া, ফুল মিয়া, সাহেদ মিয়া, জুনু মিয়া, মো: মাহফুজ হোসেন ফাহিম, কাউসার আহমদ, রুফী আহমদ, জাহিদ আহমদ, সাইদুর রহমান ও পাভেল আহমেদ। মামলায় ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।