নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গত ১১ মে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন যুব কল্যাণ সংস্থা বড়লেখা (জেকেএসবি)। এই সমাবেশে এলাকার সাধারণ মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। আর এই সমাবেশে আক্রমণ চালায় প্রভাবশালী রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকে থাকা নাম না জানা ১০/১২ জন সশস্ত্র ক্যাডার। আর এতে গুরুতর আহত হন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সেক্রেটারি।
ঘটনাস্থলে উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তারা বাঁশের লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র প্রদর্শন করে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তারা ব্যানার, প্লেকার্ড ভাঙচুর করে এবং পরে সমাবেশে থাকা স্বেচ্ছাসেবক সাধারণ অংশগ্রহণকারীদের মারধর শুরু করে। উপস্থিত অনেকেই প্রাণ বাঁচাতে দৌঁড়ে আশপাশের গলিতে ও দোকানে আশ্রয় নেন। আহত অংশগ্রহণকারীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়। হামলার মূল লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয় সমাবেশের প্রধান উদ্যোক্তা সেক্রেটারি’কে। তিনি যখন আহত অংশগ্রহণকারীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তখন ক্যাডারদের কয়েকজন তাকে ঘিরে ধরে এবং মারতে শুরু করে।
আরও এক প্রত্যক্ষদর্শী জানায় হামলাকারীরা প্রকাশ্যে হুমকি দিয়ে যায় যে, আগামীতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের পরিণতি এর চেয়ে ভয়ঙ্কর হবে। সমাবেশে বক্তারা বড়লেখা সীমান্ত এলাকার মাদক পাচারের ভয়াবহতার মাধ্যমে স্থানীয় যুব সমাজকে ধ্বংসের চেষ্টার বিষয়টি এবং এসব অপরাধী চক্রের রাজনীতি সুরক্ষা পাওয়ার অভিযোগ তুলে ধরেন। বক্তৃতায় ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় কিভাবে মাদক ব্যবসা, জুয়া ও চাঁদাবাজির সাথে জড়িত এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সমাবেশের আয়োজক ও অংশগ্রহণকারীরা মনে করেন, এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত এবং এর উদ্দেশ্য ছিল এলাকা থেকে মাদকবিরোধী ও সব ধরনের সামাজিক আন্দোলনকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মাদক সেবন, মাদক পাচার, জুয়া এসব কাজ ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এই ব্যবসা পরিচালনা করেন। স্থানীয় লোকদের দাবি অবিলম্বে হামলাকারি ক্যাডারদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের কার্যক্রমের সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচারকার্য সম্পূর্ণ করা হোক।
এবিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ বলেন, মাদকসেবী কর্তৃক মানববন্ধনে হামলার বিষয়টা আমরাও অবগত হয়েছি। হামলাকারীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত আছে।
বড়লেখায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে শান্তিপূর্ণ সমাবেশে হামলা, আহত ১০





















