ষ্টাফ রিপোর্টার
অবশেষে মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহার বিল্লাহ’কে বদলি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি শিক্ষকদের কাছ থেকে ঘুষ গ্রহণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ ও দুর্নীতি নিয়ে যুগান্তরে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের ভিত্তিতে বিগত ১২ ফেব্রুয়ারী মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহার বিল্লাহ’র অনিয়মের তদন্ত কমিটি ঘটন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তদন্তের দায়িত্ব দেয়া হয় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী’কে।
২৩ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মোঃ আব্দুল আলীম স্বাক্ষরিত প্যাডে এ বদলি আদেশ দেয়া হয়। মৌলভীবাজার সদর থেকে সমালোচিত কর্মকর্তা মোহাহার বিল্লাকে বদলি করা হয়েছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। বদলি আদেশে বলা হয়েছে আগামী ৪ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ববার হস্তান্তর না করলে তাৎক্ষণিক অবমুক্ত বলে গন্য হবে।
এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন আমার কাছে এসেছে। ইতিমধ্যে অধিদপ্তর থেকে উনার বদলির আদেশও হয়েছে।
Post Views:
0