ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগীতায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
ভোক্তা অধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফীকুল ইসলামের পরিচালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, সহকারী কমিশনার সৈয়দ সাফকাত আলী, মোছাঃ মলি আক্তার, শাওন মজুমদার সুমন, মো: সোহাগ মিলু, অন্তরা সরকার অদ্রি ও শারমিন সুলতানা প্রমূখ।
এ ছাড়াও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Post Views:
0