ষ্টাফ রিপোর্টার
কুলাউড়া উপজেলার বৃহত্তম সাহিত্য সংগঠন হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগতীয় শনিবার ভুকশিমইল স্কুল এন্ড কলেজে দিনব্যাপি ফ্রি চক্ষু শিবির সম্পন্ন হয়েছে।
চক্ষু শিবিরে বিভিন্ন এলাকার প্রায় ৫’শ রোগীকে চিকিৎসা প্রদান, ২০জন রোগীকে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশন ও অন্যান্য রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি সাহিত্যিক ও শিক্ষক এম এস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক হোসাইন আহমদ এর পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভুকশিমইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল মনসুর, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সমাজ সেবক ময়নুল ইসলাম সুহাগ, সমাজ সেবক মানিক মিয়া, হাকালুকি যুব সাহিত্য পরিষদের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, রুহেল আহমদ, এফরুল ইসলাম রুহিন, নাঈমুল ইসলাম রাসেল, শাহরিয়ার আহমদ তাহমিদ আহমদ, জোবায়ের আহমদ, আশরাফুল আলম, আব্দুল্লাহ আল মামুন, রেদওয়ান হোসাইন ও শারমিন বেগম প্রমুখ।
চিকিৎসা সেবায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের বিভিন্ন স্থরের চিকিৎসক ও অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন স্থরের সমাজকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।