ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে ৩য় বারের মতো ২ দিনব্যাপী কোরাস সাহিত্য উৎসব শুরু হয়েছে। শুক্র সকালে মৌলভীবাজার শহরের পৌরসভা প্রাঙ্গণের মেয়র মুক্ত মঞ্চে এই উৎসবের উদ্বোধন করা হয়। শনিবার পর্যন্ত এ উৎসব চলবে।
২ দিনব্যাপী কোরাস সাহিত্য উৎসবে থাকছে আলোচনা, কবিতা, লিটল ম্যাগাজিন, নাগরী, লোকসাহিত্য বিষয়ক আলোচনা ছাড়াও কবিকণ্ঠে কবিতা পাঠ, নৃত্যনাট্য, ধামাইল, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি আসাদ মান্নান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান, ভারতের বিশিষ্ট কবি প্রাণজি বসাক, জাতীয় যাদুঘরের পরিচালক শিহাব শাহরিয়ার, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, উৎসবে প্রায় ২শতাধিক কবিদের মিলন মেলা হয়।
Post Views:
0